আতঙ্ক! পর পর চলছে গোলাবর্ষণ

দক্ষিণ আফ্রিকায় চলছে ভয়াবহ গোলাগুলি। শুক্রবার দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিৎজবার্গে চলে ভয়াবহ গোলা বর্ষণ।

author-image
New Update
shoot out

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকায় চলছে ভয়াবহ গোলাগুলি।  শুক্রবার দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিৎজবার্গে চলে ভয়াবহ গোলা বর্ষণ। এই বর্ষণের জেরে ১০জন প্রাণ হারিয়েছেন এবং ৩জন আহত হয়েছেন।  তবে কারা এই হামলা চালালো তা এখনও পর্যন্ত জানা যায়নি।