ভয়ঙ্কর সংকট ! পাশে কি দাঁড়াবে দেশ

রাশিয়ার ক্রমাগত আক্রমণের জেরে বেশ চিন্তায় পড়েছে ইউক্রেনের প্রশাসন । এই অবস্থায় দক্ষিণ আফ্রিকাকে কি পাশে পাবে ইউক্রেন !

author-image
আপডেট করা হয়েছে
New Update
uk africa

নিজস্ব সংবাদদাতাঃ   ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে  'সক্রিয়ভাবে জোটনিরপেক্ষ' রয়েছে দক্ষিণ আফ্রিকা।  একথা জানান , দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রুবেন ব্রিগেটি।  এই ঘোষণার পর বেশ চিন্তায় পড়তে হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের।  তবে ইউক্রেনে সংঘাতে কেন দক্ষিণ আফ্রিকা জোট নিরপেক্ষ তা এখনও পর্যন্ত জানা যায়নি।  উল্লেখ্য, ইউক্রেনের ওপর লাগাতার আক্রমণ চালাচ্ছে রাশিয়া।  এই পরিস্থিতিতে ইউক্রেনের পাশে কি আদৌ কি দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা ! তা নিয়ে উঠছে প্রশ্ন।