New Update
/anm-bengali/media/media_files/hNsJQGi1ykZ8bEMx3lnU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা জেড ক্যাটাগরিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সৌরভ গাঙ্গুলীর ওয়াই ক্যাটাগরির সুরক্ষার মেয়াদ শেষ হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী, প্রাক্তন ক্রিকেটারের পাহারায় থাকবেন ৮ থেকে ১০ জন পুলিশ কর্মী। জানা গেছে , সৌরভ গাঙ্গুলি বর্তমানে দিল্লিতে সফর করছেন। সফর সেরে ২১শে মে কলকাতায় ফিরবেন তিনি। ওই দিন থেকেই তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতে শুরু করবেন।
Former Indian cricket captain Sourav Ganguly's security cover to be upgraded to Z category by West Bengal Govt, say officials
— ANI (@ANI) May 17, 2023
(file pic) pic.twitter.com/CXwSdqflFp
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us