/anm-bengali/media/media_files/i2RAQyDEZDenL9ffllfc.jpg)
নিজস্ব সংবাদদাতা: বীরভূমের দুবরাজপুর বিস্ফোরণকাণ্ডে এবার গ্রেফতার করা হলো আরো একজনকে। এর ফলে ধৃতের সংখ্যা বেড়ে হলো ৩। বাড়িতে হওয়া বিস্ফোরণকাণ্ডে এবার গ্রেফতার তৃণমূল কর্মীর ছেলে। এর আগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা শেখ মইনুদ্দিন ও তৃণমূল কর্মী শেখ মুরিলাল। এবার তৃণমূল কর্মী শেখ মুরিলালের ছেলেকেও গ্রেফতার করলো পুলিশ। আরেক অভিযুক্ত মুরিলালের ভাই শেখ সফিক এখনও পলাতক।
এগরা, বজবজের পর বীরভূমের দুবরাজপুরে স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ ঘটতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিলো। বাড়ির একাংশ উড়ে যায় সেই বিস্ফোরণে।