New Update
/anm-bengali/media/media_files/uQ7djesOVZVtD16ttS0X.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আফ্রিকার বুরকিনা ফাসোর অশান্ত উত্তরাঞ্চলের বিভিন্ন গ্রামে একের পর এক হামলা চালায় দুষ্কৃতিরা । এই হামলার জেরে ২০জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ২৫জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা এই হামলা চালালো তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ভয়াবহ হামলার জেরে প্রশাসন তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই আফ্রিকায় জারি হয়েছে সতর্কতা।
#BREAKING Some 20 killed in attacks in Burkina Faso's troubled north: officials pic.twitter.com/6giZhihHuy
— AFP News Agency (@AFP) May 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us