/anm-bengali/media/media_files/6UgaL4t1buNU9Rlk4ou4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। এরই মাঝে আজ মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) 'দ্য কেরালা স্টোরি' ছবিটি দেখতে চাণক্যপুরীর একটি সিনেমা হলে পৌঁছান। এদিকে এই নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, "আমি দ্য কেরালা স্টোরি দেখব এবং সকলকে বলব যে ছবিতে এমন কী রয়েছে যা মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেননি।" ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে শান্তি বজায় রাখতে 'দ্য কেরালা স্টোরি' ছবিটি নিষিদ্ধ করেছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এবং উত্তরপ্রদেশে ছবিটিকে করমুক্ত করা হলেও সিনেমাটি ঘিরে রাজনৈতিক তোলপাড় চলছে।
#WATCH | Delhi: Union Minister Smriti Irani arrives at a cinema hall in Chanakyapuri to watch the film 'The Kerala Story'. pic.twitter.com/llpZA0ZLDB
— ANI (@ANI) May 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us