নতুন করে শপথ নিলেন সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার

২০২৩ সালের বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে কর্ণাটকে ক্ষমতায় এসেছে কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার।

author-image
SWETA MITRA
New Update
dk shiv.jpg


নিজস্ব সংবাদদাতাঃ আজ আবারও নতুন করে শপথ নিলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া (Siddaramaiah) ও ডি কে শিবকুমার। জানা গিয়েছে, আজ সোমবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (DK Shivkumar) বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন।উল্লেখ্য, ২০২৩সালেরবিধানসভাভোটেবিজেপিকেহারিয়েকর্ণাটকেক্ষমতায়এসেছেকংগ্রেস।রাজ্যেরমুখ্যমন্ত্রীহিসেবেশপথনিয়েছেনসিদ্দারামাইয়াউপমুখ্যমন্ত্রীহিসেবেশপথনিয়েছেনডিকেশিবকুমার।