New Update
/anm-bengali/media/media_files/FWRwaGtCECEXV5N3L3Mh.jpg)
অয়ন শীল - শ্বেতা চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন ধৃত প্রোমোটার অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তী। চাকরি চুরির বিষয়ে কি তিনি কিছুই জানতেন না? মূলত সেই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অয়ন শ্বেতাকে যে গাড়িটি উপহার দিয়েছেন তাও কি এই চাকরি চুরির টাকায়? সেই প্রশ্নেরও উত্তর জানতে মরিয়া ইডি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us