এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রী! দর্শকের আসনে শুভেন্দু

নন্দীগ্রাম গোকুলনগরে প্রধানমন্ত্রূী নরেন্দ্র মোদীর ১০০তম মন কি বাত অনুষ্ঠানে দর্শক আসনে বসে সাধারন মানুষের ন্যায় মন কি বাত শুনছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।

author-image
Pallabi Sanyal
New Update
suvendu maan ki baat.

মন কি বাত শুনছেন শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম : 'মন কি বাত'-এর  ১০০তম পর্বে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  শহর থেকে জেলা, নিজের নিজের এলাকায় প্রধানমন্ত্রীর 'মন কি বাত' শুনছেন বিজেপি কর্মী-নেতা-সাংসদ-বিধায়ক-সমর্থকরা।  নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও এলাকার সমকল দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সামিল হয়েছেন 'মন কি বাত' উপলক্ষ্যে আয়োজিত শিবিরে। কাঠফাটা রৌদ্রর কথা ভেবে মাথার ওপরে ছাউনির ব্যবস্থা করা হয়েছে। আর তার অন্দরে বড় এলইডি স্ক্রিনে চলছে প্রধানমন্ত্রীর 'মন কি বাত'। দর্শকের আসনে বসে বিগ ক্রিনে চোখ রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কয়েকশো মানুষ এদিন উপস্থিত হয়েছেন 'মন কি বাত'-এর ১০০ পর্বে চোখ রাখতে।