New Update
/anm-bengali/media/media_files/mKu46H4eCd6Ed7H1Xxdw.jpg)
মন কি বাত শুনছেন শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম : 'মন কি বাত'-এর ১০০তম পর্বে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহর থেকে জেলা, নিজের নিজের এলাকায় প্রধানমন্ত্রীর 'মন কি বাত' শুনছেন বিজেপি কর্মী-নেতা-সাংসদ-বিধায়ক-সমর্থকরা। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও এলাকার সমকল দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সামিল হয়েছেন 'মন কি বাত' উপলক্ষ্যে আয়োজিত শিবিরে। কাঠফাটা রৌদ্রর কথা ভেবে মাথার ওপরে ছাউনির ব্যবস্থা করা হয়েছে। আর তার অন্দরে বড় এলইডি স্ক্রিনে চলছে প্রধানমন্ত্রীর 'মন কি বাত'। দর্শকের আসনে বসে বিগ ক্রিনে চোখ রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কয়েকশো মানুষ এদিন উপস্থিত হয়েছেন 'মন কি বাত'-এর ১০০ পর্বে চোখ রাখতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us