New Update
/anm-bengali/media/media_files/9xJC3UsXqc1lt4ef9RPl.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃআরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার সরব হলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
/anm-bengali/media/media_files/OEOaiDGLPIfU5qyinWpU.jpeg)
শনিবার সকালে বিশেষ মন্তব্য করে কনসার্ট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন শ্রেয়া ঘোষাল। আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শ্রেয়া ঘোষালের কনসার্ট হওয়ার কথা ছিল।তিনি জানিয়েছেন যে সেপ্টেম্বরের বদলে সেই কনসার্ট অক্টোবরে হবে। তবে কনসার্টের তারিখ এখনও জানাননি তিনি।
শনিবার সকালে শ্রেয়া ঘোষাল নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘কলকাতায় যে নৃশংস ঘটনা ঘটেছে, তা আমাকে গভীর ভাবে প্রভাবিত করেছে। এক জন মহিলা হিসাবে এই ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us