/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: জাপানে বন্দুক ও ছুরির হামলায় দুই পুলিশ কর্মকর্তা সহ চারজনকে হত্যা করার অভিযোগ উঠেছে। জাপানের পুলিশ শুক্রবার সন্দেহভাজন একজনকে আটক করেছে। সে একটি ভবনে লুকিয়ে ছিল। জাপানের নাগানো অঞ্চলের নাকানো শহরের কাছে একটি খামারের কাছের ভবন থেকে পুলিশ ওই সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। হামলার ফলে সর্বশেষ মৃত্যু হয়েছে একজন বয়স্ক মহিলার। তাকে হামলার স্থানে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
#BREAKING Suspect held after four killed in Japan attack: local media pic.twitter.com/HbsPsj4RQ1
— AFP News Agency (@AFP) May 25, 2023