শিবকুমার বনাম সিদ্দারামাইয়া: কৌতুহলের মধ্যে সমর্থকরা, কি বলছেন তারা?

শিবকুমার নাকি সিদ্দারামাইয়া, কে হচ্ছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী? কৌতুহলের মধ্যে রয়েছেন সমর্থকরা। 

author-image
Aniket
New Update
dkss

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয়ের পরই মুখ্যমন্ত্রীর দৌড়ে শিবকুমার ও সিদ্দারামাইয়ার নাম উঠে আসছে। তবে এখনও দলের তরফে কোনও নাম ঘোষণা করা হয়নি। ফলে কৌতুহলের মধ্যে রয়েছেন দুই নেতার সমর্থকরাই। এই বিষয়ে এক সমর্থক বলেছেন, "কর্ণাটকে ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়া দুইজনেই জনপ্রিয়। তারা উভয়েই কঠোর পরিশ্রম করেছেন। হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে তা ভালই হবে"।