ফের জলের তলায় আন্ডারপাস, চরম দুর্গোগ মানুষের

রবিবার দুপুর থেকেই বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের (Heavy Rainfall) ফলে বেঙ্গালুরুর বেশ কয়েকটি এলাকায় গাছ উপড়ে পড়েছে। এমনকি বেশ কয়েকটি গাড়িতেও ভেঙে পড়েছে গাছ।

author-image
SWETA MITRA
New Update
underpass.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার ভারী বৃষ্টিতে (Heavy Rainfall) বিপর্যস্ত হয়ে পড়েছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। জানা গিয়েছে, আজ রবিবারভারীবৃষ্টিপাতেরফলেবেঙ্গালুরুরকেআরসার্কেলএলাকারএকটিআন্ডারপাসেজল জমে গিয়েছে। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরআগেএই আন্ডারপাসেরমধ্যেআটকেপড়াবেশকয়েকজনকেনিরাপদেউদ্ধারকরেহাসপাতালেনিয়েযাওয়াহয়। এদিন দুপুরেইবেঙ্গালুরুশহরেরআকাশকালোমেঘেঢেকেযায়।এরপরেইসেখানেঝমঝমিয়েবৃষ্টি (Rainfall) শুরুহয়।