মেদিনীপুরের আকাশে ভারত আর আমেরিকার যুদ্ধবিমান!

পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে ‘কোপ ইন্ডিয়া ২০২৩’ উপলক্ষে একযোগ মহড়া করতে দেখা গেল একাধিক মার্কিন ও ভারতীয় যুদ্ধ বিমানকে।

author-image
SWETA MITRA
New Update
medini main.jpg

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরের আকাশে উড়ল মার্কিন যুদ্ধ বিমান! ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের সঙ্গে চলল যৌথ মহড়া।

medini.jpg

পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে ‘কোপ ইন্ডিয়া ২০২৩’ উপলক্ষে একযোগ মহড়া করতে দেখা গেল একাধিক মার্কিন ও ভারতীয় যুদ্ধ বিমানকে।

medini 2.jpg

 ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এদিনের মহড়ায় তেজস, রাফায়েল, জাগুয়ার, এসইউ- ৩০ এমকেআই যুদ্ধবিমান ছিল। অন্যদিকে আমেরিকার তরফে এফ-১৫ এর মতো শক্তিশালী যুদ্ধবিমান আকাশে ঝড় তোলে।

medini 3.jpg

বাংলার আকাশে এই ধরনের মহড়াকে গুরুত্বপূর্ণভাবেই দেখছে অন্যান্য দেশগুলি।