/anm-bengali/media/media_files/k6yQnH5w8Y0ob7I8iSoA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ে ফের চলল গোলাগুলি । রবিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়। এই ঘটনায় ২জন জওয়ান গুরুতর আহত হয়েছেন। আহতদের বিজাপুরের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে , জওয়ান ছাড়াও এনকাউন্টারে ৩-৪ জন মাওবাদী আহত হয়েছে। এই ঘটনার জেরে বিজাপুর পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।
Chattishgarh | Two Jawans of (CoBRA) 202 battalion injured during an exchange of fire between security personnel and Naxalites in Bijapur district. Both the injured admitted to the district hospital, Bijapur for treatment. There is a possibility of 3-4 Naxalites being injured in…
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 21, 2023