ফের IED! তল্লাশি জারি নিরাপত্তা বাহিনীর

বিজাপুর জেলার আওয়াপল্লী-বাসাগুড়া সড়কে ফক্সহোল মেকানিজমের মাধ্যমে নকশালদের দ্বারা স্থাপন করা আইইডি (IED) শনাক্ত করে নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনী।

author-image
SWETA MITRA
New Update
chattis ied.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ বড়সড় রক্ষা পেল নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ে (Chattisgarh) আরও এক আইইডি উদ্ধার করল নিরাপত্তাবাহিনীএবংপুলিশ। জানা গিয়েছে, এদিন রাজ্যেরবিজাপুরজেলারআওয়াপল্লী-বাসাগুড়াসড়কেফক্সহোলমেকানিজমেরমাধ্যমেনকশালদেরদ্বারাস্থাপনকরাআইইডি (IED) শনাক্তকরেএবংনিষ্ক্রিয়করে নিরাপত্তা বাহিনী।রাজ্য পুলিশের অনুমান, নিরাপত্তা বাহিনীর ক্ষতি করতেই নকশালরা এই আইইডি পুঁতে রেখেছিল।