/anm-bengali/media/media_files/MZlS0ni89iVppl6tYPZU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বড়সড় রক্ষা পেল নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ে (Chattisgarh) আরও এক আইইডি উদ্ধার করল নিরাপত্তা বাহিনী এবং পুলিশ। জানা গিয়েছে, এদিন রাজ্যের বিজাপুর জেলার আওয়াপল্লী-বাসাগুড়া সড়কে ফক্সহোল মেকানিজমের মাধ্যমে নকশালদের দ্বারা স্থাপন করা আইইডি (IED) শনাক্ত করে এবং নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনী। রাজ্য পুলিশের অনুমান, নিরাপত্তা বাহিনীর ক্ষতি করতেই নকশালরা এই আইইডি পুঁতে রেখেছিল।
Chhattisgarh | Security forces and police detect and neutralise IED planted by naxals through foxhole mechanism on Awapalli-Basaguda road in Bijapur district. The IED was planted to cause harm to security forces by the naxals. pic.twitter.com/SBmE2fFR7O
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 24, 2023