New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: এগরায় (Egra) বাজি কারখানায় (Firecrackers Factory) বিস্ফোরণের (Blast) পর কেটে গেছে কয়েক ঘণ্টা। রাস্তা আর পুকুরে ছড়িয়ে পড়ে রয়েছে ছিন্নভিন্ন দেহ। এবার সেই পুড়ে যাওয়া বাজি কারখানায় গোপন কুঠুরির হদিশ। সেখান থেকে মিলল বস্তা বস্তা বিস্ফোরক (Explosive)। পুলিশ যাওয়ার পরেও কীভাবে মজুত বস্তা বস্তা বিস্ফোরক? টাকা খেয়ে চুপ রয়েছে পুলিশ, দাবি করছে স্থানীয় বাসিন্দারা (Local Mob)। এখনও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্ফোরণের শব্দ পৌছালো ৫ কিলোমিটার দূর পর্যন্ত। ১০০ মিটার দূরে ভাঙল বাড়ির কাঁচ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us