New Update
/anm-bengali/media/media_files/2025/05/02/QDd786EUv5EBwk29AxOF.jpg)
নিজস্ব সংবাদদাতা : এই বছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯৫, শতাংশের হিসেবে যা ৯৯.২৯%! সৌম্যের এই সাফল্যে খুশির হাওয়া বইছে পরিবার, স্কুল এবং এলাকাজুড়ে।
/anm-bengali/media/media_files/2025/05/02/dUq5jn4T7J7o41fqfIjV.png)
সৌম্য জানিয়েছে, নিয়মিত পড়াশোনা, মা-বাবা ও শিক্ষকদের সহায়তা, এবং নিজেকে বিশ্বাস করাই তার এই ফলাফলের পেছনে বড় ভূমিকা রেখেছে। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, সৌম্য বরাবরই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার এই কৃতিত্বে তারা গর্বিত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us