ফের বড়সড় হামলার আশঙ্কা! জঙ্গিদের খোঁজ চলছে কাশ্মীর উপত্যকায়

গত শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ ৯ প্যারা এসএফ এবং ৬০ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা কমান্ডোদের একটি দল জম্মুর রাজৌরির কান্দি জঙ্গলের ঘন জঙ্গলে গুহায় আশ্রয় নেওয়া একদল জঙ্গিদের সঙ্গে মুখোমুখি হয়।

author-image
SWETA MITRA
New Update
army.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার সাত সকালে ফের একবার অশান্ত হয়ে উঠল কাশ্মীর (J&K) উপত্যকা। জানা গিয়েছে, আজ সকাল থেকে ফের রাজৌরির কান্দি এলাকায় জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছেন নিরাপত্তা রক্ষীরা। উল্লেখ্য, গতকাল শনিবার সেনা-জঙ্গি সংঘর্ষে একজন জঙ্গি নিহত এবং আরেকজন আহত হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ ৯ প্যারা এসএফ এবং ৬০ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা কমান্ডোদের একটি দল জম্মুর রাজৌরির কান্দি জঙ্গলের ঘন জঙ্গলে গুহায় আশ্রয় নেওয়া একদল জঙ্গিদের সঙ্গে মুখোমুখি হয়। এদিকে সেনা জওয়ানদের প্রবেশ করতে দেখে জঙ্গিরা আগে থেকে তৈরি করে রাখা বিস্ফোরক সেনাদের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করে। এর পাশাপাশি সেনার ওপর অ্যাসল্ট রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালায়। এই গুলির লড়াই শেষ হওয়ার পর ভারতীয় সেনাবাহিনী (Indian Army)-র তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে  এহেন এনকাউন্টারে ভারতীয় সেনার ৫ জন জওয়ান শহীদ হয়েছেন।