স্কুলে মারধরের অভিযোগ, মৃত্যু ৪ বছরের শিশুর! প্রয়াগরাজে চাঞ্চল্য

প্রয়াগরাজে ৪ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ স্কুল শিক্ষকদের মারের আঘাতেই মৃত্যু হয়েছে। জারণ বিস্তারিত।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নৈনি এলাকার একটি স্কুলে অকালমৃত্যু হল মাত্র ৪ বছরের এক শিশুর। স্কুল থেকে হঠাৎ ফোন যায় শিশুর বাড়িতে—জানানো হয়, সে জ্ঞান হারিয়েছে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছে।

 child death .jpg

এরপরেই শিশুর পরিবার অভিযোগ তোলে, স্কুলের দুই শিক্ষক তাকে মারধর করেছিলেন। সেই আঘাতেই মৃত্যু হতে পারে বলে তাঁদের দাবি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে শিশুর দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। সবদিক খতিয়ে দেখে তদন্ত চলছে। স্কুল কর্তৃপক্ষ এখন তদন্তের আওতায়। ঘটনায় গোটা এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।