New Update
/anm-bengali/media/media_files/utzYgkU8JmtBQjdji3YJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাত বছরের অনুপস্থিতির পর সৌদি আরবের কূটনৈতিক মিশনগুলো পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করতে শনিবার তেহরানে পৌঁছেছে সৌদি আরবের একটি কূটনৈতিক প্রতিনিধি দল। কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে গত মাসে একমত হওয়ার পর চলতি সপ্তাহে চীনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে নজিরবিহীন বৈঠকের পর এই সফর। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৬ সালে ভেঙে পড়া সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে চীনের মধ্যস্থতায় দুই আঞ্চলিক শক্তির মধ্যে গত ১০ মার্চ যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে তা বাস্তবায়নের অংশ হিসেবে শনিবারের এই সফর।
Saudi foreign ministry says delegation arrives in Tehran, reports AFP News Agency
— ANI (@ANI) April 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us