আতিক আহমেদের মতো আমাকে মেরে ফেলা হবে! আশঙ্কা প্রাক্তন NCB কর্তার

সমীর ওয়াংখেড়ে বলেছেন, তিনি মুম্বাই পুলিশ কমিশনারের কাছ থেকে বিশেষ সুরক্ষা চাইবেন। এনসিবির প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ের আবেদনের শুনানি আজ আদালতে হওয়ার কথা রয়েছে।

author-image
SWETA MITRA
New Update
sameer.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বিস্ফোরক দাবি করে শিরোনামে উঠে এলেন মুম্বই এনসিবির (NCB) প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। আজ সোমবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "গত চার দিন ধরে আমাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ কমিশনারকে আমি সবকিছু জানাবো।“ এনসিবির প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ে আরও বলেছেন, ‘আতিক আহমেদের মতো আমার ওপরও হামলা হতে পারে।‘ প্রসঙ্গত, প্রয়াগরাজে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হামলার শিকার হন ইউপি মাফিয়া ডন আতিক আহমেদ। হামলাকারীরা গণমাধ্যমকর্মী পরিচয় দিয়ে এসে আতিককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। 

 

সমীর ওয়াংখেড়ে বলেছেন, তিনি মুম্বাই পুলিশ কমিশনারের কাছ থেকে বিশেষ সুরক্ষা চাইবেন। এনসিবির প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ের আবেদনের শুনানি আজ আদালতে হওয়ার কথা রয়েছে।

 

তিনি বলেন, 'আদালতের ওপর আমার পূর্ণ আস্থা আছে, যা-ই বৈধ হোক না কেন, আমি আদালতে সবকিছু বলব। সিবিআইকে তাদের পক্ষ জানাতে দিন, আমরা সিবিআইকে শুভকামনা জানাই।‘ দেখুন ভিডিও...