ভোটকে ঘিরে চরম উত্তেজনা, রাজ্যে শোরগোল

নির্বাচন কমিশনের নির্দেশে শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটগ্রহণের জন্য স্বর ও ছানবে বিধানসভা কেন্দ্রে পুলিশের সদর দফতর থেকে ৪৮ কোম্পানি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
police.jpg



নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের পাশাপাশি আজ বুধবার ১০ মে উত্তরপ্রদেশেও নির্বাচন চলছে। এরই মাঝে বিস্ফোরক দাবি করল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। বিজেপির বিরুদ্ধে দলের দাবি, উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী আশিস প্যাটেল মির্জাপুরের ছানবে (Chhanbey) বিধানসভা উপনির্বাচনের ভোটকে প্রভাবিত করার জন্য সমাজবাদী পার্টির কর্মীদের হুমকি দিচ্ছেন। এছাড়া মির্জাপুরের ছনবে বিধানসভা কেন্দ্রের পাঞ্জরা গ্রামের ১৯৫ নম্বর বুথে ভোটারদের হুমকি দিচ্ছেন আপনা দল নেতা রাহীষ কোল। দয়া করে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে যেন আনা হোক। উল্লেখ্য, উত্তর প্রদেশের রামপুর জেলার স্বর বিধানসভা আসন এবং মির্জাপুর জেলার ছনবে সংরক্ষিত আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উভয় আসনে বিপুল সংখ্যক স্থানীয় ও কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।