New Update
/anm-bengali/media/media_files/iTSKYPIiNQpzP7QxYFQx.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কালীঘাটে (Kalighat) দিদির বাড়িতে 'ভাইজান' সলমন খান (Salman Khan)। সলমনকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উত্তরীয় পরিয়ে বলিউডের ভাইজানকে স্বাগত জানালেন মমতা। নিয়ে গেলেন নিজের বাড়িতে। ১৩ বছর পর অর্থাৎ প্রায় এক দশক পর কলকাতায় এলেন ভাইজান সল্লু। দিদিকে জড়িয়ে ধন্যবাদ জানালেন সলমন। 'দা-বাং, দ্য ট্যুর'-এর (Da bang the tour) সফরে এসেছেন তিনি। খুনের হুমকি সহ নানা কারণে সলমনের কলকাতায় আসা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল এর আগে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us