/anm-bengali/media/media_files/KDgoa3DedtIMHbafnUS7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে রাজস্থানে ততই দ্বন্দ্ব চওড়া হচ্ছে কংগ্রেস নেতা শচীন পাইলট (Sachin Pilot) ও মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মধ্যে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। আজ মঙ্গলবার শচীন পাইলট বলেন, 'কিছু লোক কংগ্রেস দলকে দুর্বল করতে চায়, কিন্তু আমরা তাদের সফল হতে দেব না। ধোলপুরে অশোক গেহলটের (Ashok Gehlot) বক্তব্য শোনার পর আমি বুঝতে পেরেছি, গত সাড়ে চার বছরে কেন আমরা দুর্নীতির মামলায় ব্যবস্থা নিতে পারিনি। কোনও নেতাই জনগণের চেয়ে গুরুত্বপূর্ণ নয়।' সম্প্রতি অশোক গেহলট বলেছিলেন, ২০২০ সালে শচীন পাইলট ও কয়েকজন বিধায়ক বিদ্রোহ করলে বসুন্ধরা রাজে তাঁর সরকারকে বাঁচাতে সাহায্য করেছিলেন। এরপরেই শচীন পাইলট বলেন, 'মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর আমার মনে হয়, তাঁর নেত্রী সোনিয়া গান্ধী নন, বরং অশোক গেহলটের নেত্রী বসুন্ধরা রাজে।' শুনুন তাঁর বক্তব্য...
#WATCH | Some people want to weaken the Congress party, we will not let them succeed...After listening to Ashok Gehlot's speech in Dholpur, I have understood why we could not take action on the cases of corruption in the last 4.5 years. No leader is more important that the… pic.twitter.com/knBaIDt956
— ANI (@ANI) May 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us