New Update
/anm-bengali/media/media_files/LJUcU4WguDbzE4lFSGXR.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের (ukraine) যুদ্ধে বিমান প্রতিরক্ষা বাহিনীকে জোরদার করতে ফিনল্যান্ডের (Finland) কাছে সাহায্য চাইল রাশিয়া(Russia)। সোমবার একথা জানান, রাশিয়ার সামরিক বাহিনী। জানা গেছে, ফিনল্যান্ডের কাছে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বিমান প্রতিরক্ষা সংস্কারের পরিকল্পনা করছে রাশিয়া। তবে ফিনল্যান্ড কি আদৌ রাশিয়ার পাশে থাকবে কিনা , তা নিয়ে উঠছে প্রশ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us