ভয়াবহ হুমকি দিল রাশিয়া

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, জি-৭ যদি রাশিয়ার রফতানি নিষিদ্ধ করে, তাহলে মস্কো কৃষ্ণ সাগরের শস্য চুক্তি বাতিল করে দেবে।

author-image
New Update
ru ujk

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, জি-৭ যদি রাশিয়ার  রফতানি নিষিদ্ধ করে, তাহলে মস্কো কৃষ্ণ সাগরের শস্য চুক্তি বাতিল করে দেবে। উল্লেখ্য, জি-৭ দেশগুলো রাশিয়ার  রফতানির ওপরে প্রায় পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে।   রাশিয়া বারবার শস্য চুক্তিতে তার অংশগ্রহণ বাতিল করার হুমকি দিয়েছে। এই চুক্তি শেষ হওয়ার কথা ১৮ই মে।