New Update
/anm-bengali/media/media_files/jGkeqyzEbpG6BJPd8hD0.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার রাশিয়ার প্রশাসন মার্কিন নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে , মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা সহ ৫০০জন মার্কিন নাগরিক রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , বাইডেনের প্রশাসন রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা আরোপের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাশিয়ার এই ঘোষণার পরে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
#BREAKING Russia bans entry to 500 US nationals including Obama pic.twitter.com/qOOrOpTY0X
— AFP News Agency (@AFP) May 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us