/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ঝড়ের কারণে ভেঙে পড়লো স্কুলের ছাদ। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। জানা গেছে , এই ছাদ ধসে পড়ার ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ জন শিশু। এই দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে ।