/anm-bengali/media/media_files/apURY4rZK0yKTxVs7qvo.webp)
নিজস্ব সংবাদদাতা: আগামী বছর আমেরিকায় অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে লড়ার বিষয়ে পূর্বেই বার্তা দিয়েছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। তবে এবার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে যোগ দিয়েছেন রন ডিস্যান্টিস। নির্বাচনে লড়াইয়ের লক্ষ্যে নির্বাচনী সংস্থার কাছে কাগজপত্র জমা দিয়েছেন তিনি। বর্তমানে রন ডিস্যান্টিস ফ্লোরিডার রাজ্যপাল। উল্লেখ্য, রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধ রয়েছে রন ডিস্যান্টিসের। যার ফলে আসন্ন রাষ্ট্রপতি নিৰ্বাচনে রন ডিস্যান্টিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বড় লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আমেরিকার রাষ্ট্রপতি পদের দৌড়ে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পকে রন ডিস্যান্টিস হারাতে পারবেন কিনা তা জানা যাবে ২০২৪ সালের নির্বাচনে।
#BREAKING Ron DeSantis files papers to enter 2024 US presidential race: election body pic.twitter.com/RjwQCU2pdb
— AFP News Agency (@AFP) May 24, 2023