বোমা মজুত! অঘটনের আগেই উদ্ধার

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুড়ি মুড়কির মতো উদ্ধার হচ্ছে বোমা। আর প্রতিদিনই প্রায় বোমা উদ্ধারের ঘটনায় শিরোনামে উঠে আসছে বীরভূমের নাম।

author-image
Pallabi Sanyal
27 May 2023
বোমা মজুত! অঘটনের আগেই উদ্ধার

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুড়ি মুড়কির মতো উদ্ধার হচ্ছে বোমা। আর প্রতিদিনই প্রায় বোমা উদ্ধারের ঘটনায় শিরোনামে উঠে আসছে বীরভূমের নাম। অনুব্রত মণ্ডলের গড়ে একের পর এক গ্রামে ছড়িয়েছে আতঙ্ক। নলহাটির ঘটনার পর শনিবারও উদ্ধার করা হল তাজা বোমা। ঘটনাস্থল লাভপুরের দরবারপুর গ্রাম। এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১ মিটার দূরত্বে প্লাস্টিকের ড্রামে ২৫-৩০টি বোমা রাখা ছিল বলে খবর। তবে, কোনো অঘটন ঘটনার আগেই সেই বোমা উদ্ধার করা হয়েছে। এর আগে ২০১৭ সালে বিস্ফোরণের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল দরবারপুরে। ৬ বছর পর ফের নতুন করে ছড়ালো আতঙ্ক।