New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: পুজোর আগে আবার বন্ধ হয়ে গেল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। শ্রমিকদের উপর অত্যাচার চালানোর অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা অর্জুন সিং। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ উৎপাদন। বিশ্বকর্মা পুজোর আগের দিন কাজ বন্ধ করলেন সেখানকার শ্রমিকরা। এক শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদ করছেন তাঁরা।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us