দুঃসংবাদ ! বন্ধ হল কেদারনাথ যাত্রা

লাগাতার তুষারপাতের জেরে বন্ধ হল কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন ।

author-image
আপডেট করা হয়েছে
New Update
kedar (1)

নিজস্ব সংবাদদাতা: ক্রমাগত চলছে তুষারপাত।  তাই তুষারপাত এবং খারাপ আবহাওয়ার কারণে ৩রা মে পর্যন্ত  কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন  স্থগিত রাখলো প্রশাসন।  রুদ্রপ্রয়াগের জেলাশাসক (ডিএম) ময়ূর দীক্ষিত বলেন, "আবহাওয়ার কথা মাথায় রেখে রেজিস্ট্রেশন বন্ধ রাখা হয়েছে। ' মঙ্গলবার আবহাওয়া দফতর  আগামী ২-৩ দিনের জন্য হিমালয় অঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছে। ইতিমধ্যেই হিমাচল প্রদেশে জারি হয়েছে তুষারপাতের  সতর্কবার্তা।  



ad.jpg