বাবলু যাদবকে নিয়ে সুতন্দ্রা মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ

দু'টি গাড়ির রেষারেষির ঘটনা ঘটেছিল গলসির 19 নম্বর জাতীয় সড়ক থেকে পানাগড় রাইস মিল রোডের মধ্যে ৷ আজ পুলিশ দু'টি গাড়ি নিয়ে পুনর্নির্মাণ করা হয়।

author-image
Jaita Chowdhury
New Update
fsddgsgগভঝজগঝ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পানাগড়ের জাতীয় সড়কে দুর্ঘটনার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ৷ পানাগড় রাইস মিল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মৃত্যু হয় হুগলির চন্দননগরের বাসিন্দার। পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৭)। শনিবার অন্যতম অভিযুক্ত বাবলু যাদবকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়।

ইতিপূর্বে গাড়ির রেষারেষি থেকে দুর্ঘটনা বলে দাবি করেছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী। মর্মান্তিক দুর্ঘটনার চারদিনের মাথায় গ্রেফতার হয় সাদা গাড়ির মালিক। কাঁকসার বিরুডিহার বাসিন্দা বাবলু যাদব। শুক্রবার ধৃতকে আদালতে পুলিশি হেফাজতে তোলা হবে। 

প্রসঙ্গত,  যেখান থেকে দু'টি গাড়ির রেষারেষির ঘটনা ঘটেছিল, সেই গলসির ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে পানাগড় রাইস মিল রোড পর্যন্ত পুলিশের দু'টি গাড়ি নিয়ে পুনর্নির্মাণ করা হয়।