২০০০ টাকার নোট নিয়ে বড় দাবি RBI-এর গভর্নরের

সোমবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, "আমি স্পষ্ট করে বলতে চাই যে এটি রিজার্ভ ব্যাঙ্কের কারেন্সি ম্যানেজমেন্ট অপারেশনের একটি অংশ। দীর্ঘদিন ধরেই রিজার্ভ ব্যাঙ্ক ক্লিন নোট নীতি অনুসরণ করে আসছে।"

author-image
SWETA MITRA
New Update
shaktikant rbi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০০০ টাকার প্রসঙ্গে অবশেষে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন আরবিআই (RBI)-এর গভর্নর শক্তিকান্ত দাস। আজ সোমবার তিনি জানিয়েছেন, ‘৫০০, ১০০০ টাকার নোট বাতিলের পর টাকার মূল্যে বাজারে যে শূন্যস্থান তৈরি হয়েছিল সেটা পূরণ করতেই সেইসময়ে ২০০০ টাকার নোটের প্রচলন করা হয় আরবিআই-এর তরফে। কিন্তু আজ আমাদের সেই উদ্দেশ্য পূরণ হয়েছে। ২০০০ (Rs 2000 Currency Note))টাকার নোট ছাপানোও বন্ধ হয়ে গিয়েছে।‘ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আরও বলেন, "আমি স্পষ্ট করে বলতে চাই যে এটি রিজার্ভ ব্যাঙ্কের কারেন্সি ম্যানেজমেন্ট অপারেশনের একটি অংশ। দীর্ঘদিন ধরেই রিজার্ভ ব্যাঙ্ক ক্লিন নোট নীতি অনুসরণ করে আসছে। সময়ে সময়ে আরবিআই একটি নির্দিষ্ট সিরিজের নোট প্রত্যাহার করে এবং নতুন নোট জারি করে। আমরা ২০০০ টাকার নোট প্রচলন থেকে প্রত্যাহার করছি, কিন্তু সেগুলি বৈধ টেন্ডার হিসাবে অব্যাহত রয়েছে।" দেখুন ভিডিও...