বিজেপিকে রুখতে জোট বেঁধেই নিল কংগ্রেস-বামেরা!

কর্ণাটকে আসন্ন বিধানসভা ভোটে জোট বাঁধতে চলেছে কংগ্রেস-সিপিআই (Congress-CPI)? সেই জল্পনা উস্কে দিলেন কংগ্রেস নেতা ও মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা (Randeep Surjewala)।

author-image
SWETA MITRA
New Update
cpi congress.jpg


 
নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে আসন্ন বিধানসভা ভোটে জোট বাঁধতে চলেছে কংগ্রেস-সিপিআই (Congress-CPI)? সেই জল্পনা উস্কে দিলেন কংগ্রেস নেতা ও মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা (Randeep Surjewala)। আজ রবিবার এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা বলেন, 'আমরা সিপিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ৭ জন প্রার্থী দিয়েছে এবং তারা আরও প্রার্থী দিতে যাচ্ছে। তারা একমত হয়েছেন যে ৭টি আসনে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু বাকি ২১৫টি আসনেই সমগ্র সিপিআই ক্যাডার কোনও পূর্বশর্ত বা প্রত্যাশা ছাড়াই বিজেপির বিরুদ্ধে এই লড়াইয়ে কংগ্রেস প্রার্থীদের আন্তরিকভাবে সমর্থন করবে।'