New Update
/anm-bengali/media/media_files/q3eSfveOEIoXxl3hoLKj.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া চলছে। আজ দিল্লিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন কর্ণাটকের কংগ্রেসের ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা। সেখানে দুই নেতার সঙ্গে সাক্ষাৎ করেন সিদ্দারামাইয়া ও শিবকুমার। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে কংগ্রেসের তরফে। তবে বর্তমানে রণদীপ সুরজেওয়ালা দিল্লিতে পার্টির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের বাসভবন থেকে চলে গিয়েছেন। উল্লেখ্য, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রী হতে পারেন শিবকুমার।
#WATCH | Karnataka Congress incharge Randeep Surjewala leaves from party general secretary KC Venugopal’s residence, in Delhi. pic.twitter.com/YAlwnDg9uK
— ANI (@ANI) May 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us