নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় এখনও আতঙ্কের আবহ। পাকিস্তানের লাগাতার তিন দিনের গোলাবর্ষণের পর এখনও বহু গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপজ্জনক শেল বা বিস্ফোরক। সেইসব অস্ত্র নির্দিষ্ট করে খুঁজে বের করে নিষ্ক্রিয় করতেই এখন চলছে বড়সড় যৌথ অভিযান।
/anm-bengali/media/media_files/2025/05/14/lwqdsgNAXlWeuonIAl40.jpg)
ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি বিশেষ দল দিন-রাত এক করে তল্লাশি চালাচ্ছে রাজৌরির বিভিন্ন গ্রাম ও বসতি-সংলগ্ন এলাকায়। কোথাও শস্যক্ষেতের ভেতরে, কোথাও আবার বাড়ির আশেপাশেই পড়ে আছে এই ধ্বংসাত্মক বিস্ফোরকগুলি। সাধারণ মানুষের প্রাণহানি এড়াতেই এই অভিযান অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন এক আধিকারিক।
/anm-bengali/media/media_files/qjCpWfkGT9IHVS6uxmg5.webp)
স্থানীয় প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও কোনও সন্দেহজনক বস্তু চোখে পড়লেই সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে পুলিশ বা সেনাকে। নিরাপত্তা বাহিনীর দাবি, যতদিন না পুরো এলাকাকে নিরাপদ ঘোষণা করা যায়, ততদিন এই অভিযান চলবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us