প্রথম নির্বাচনের পর বিহারে ইতিমধ্যেই ৮০ আসনে জিতছে কংগ্রেস ও জোট, হারছে বিজেপি- জানিয়ে দেওয়া হল
আরজি কর কাণ্ডে নতুন মোড়, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দেবাংশু বসাক
কামিয়ানস্কেতে রুশ হামলায় নিহত ১, আহত ৮ — ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মৃতদেহ
ইভানো-ফ্রাঙ্কিভস্কে অফিসে চার্জিং স্টেশন বিস্ফোরণ — আহত দুই, ৪০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে
সুমি অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় বেসামরিক গাড়ি বিধ্বস্ত
রুশ ড্রোন হামলায় দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চল কাঁপল — আহত চার, ভবন ক্ষতিগ্রস্ত
তাংধারে অগ্নিকাণ্ড রুখল সেনাবাহিনী — বিপর্যয় থেকে বাঁচল গোটা গ্রাম
অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলের ৫২ শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু
ঝাড়খণ্ডের ডি‌জিপি অনুরাগ গুপ্তার স্বেচ্ছা অবসরের আবেদন গৃহীত

রাজৌরিতে যুদ্ধের ছাপ! লুকিয়ে মৃত্যু, সেনা অভিযান চলছে

ভারত-পাক সীমান্তে গোলাবর্ষণের পর জম্মু-কাশ্মীরের রাজৌরিতে আতঙ্কের পরিবেশ। গ্রামের ভেতরে এখনও ছড়িয়ে বিপজ্জনক লাইভ শেল। সেনা ও পুলিশ যৌথভাবে চালাচ্ছে তল্লাশি অভিযান।

author-image
Debapriya Sarkar
New Update
jammu and kashmir attacks

নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় এখনও আতঙ্কের আবহ। পাকিস্তানের লাগাতার তিন দিনের গোলাবর্ষণের পর এখনও বহু গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপজ্জনক শেল বা বিস্ফোরক। সেইসব অস্ত্র নির্দিষ্ট করে খুঁজে বের করে নিষ্ক্রিয় করতেই এখন চলছে বড়সড় যৌথ অভিযান।

Shell

ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি বিশেষ দল দিন-রাত এক করে তল্লাশি চালাচ্ছে রাজৌরির বিভিন্ন গ্রাম ও বসতি-সংলগ্ন এলাকায়। কোথাও শস্যক্ষেতের ভেতরে, কোথাও আবার বাড়ির আশেপাশেই পড়ে আছে এই ধ্বংসাত্মক বিস্ফোরকগুলি। সাধারণ মানুষের প্রাণহানি এড়াতেই এই অভিযান অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন এক আধিকারিক।

pak-violates-ceasefire-along-international-border-in-jammu-and-kashmirs-arnia-261525867-16x9_0

স্থানীয় প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও কোনও সন্দেহজনক বস্তু চোখে পড়লেই সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে পুলিশ বা সেনাকে। নিরাপত্তা বাহিনীর দাবি, যতদিন না পুরো এলাকাকে নিরাপদ ঘোষণা করা যায়, ততদিন এই অভিযান চলবে।