গৃহযুদ্ধ! আজ অনশনে বসছেন সচিন পাইলট

রাজস্থানে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়েছে কংগ্রেস (Congress) দলের অন্দরেই। দলের অস্বস্তি বাড়িয়ে অনশনে বসতে চলেছেন কংগ্রেস নেতা সচিন পাইলট (Sachin Pilot)।

author-image
SWETA MITRA
New Update
sachin pilot rahul gandhi.jpg

সচিন পাইলট, রাহুল গান্ধী, অশোক গেহলট

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়েছে কংগ্রেস (Congress) দলের অন্দরেই। দলের অস্বস্তি বাড়িয়ে অনশনে বসতে চলেছেন কংগ্রেস নেতা সচিন পাইলট (Sachin Pilot)। মঙ্গলবার রাজস্থানের জয়পুরে পূর্ববর্তী বসুন্ধরা রাজের নেতৃত্বাধীন সরকারের আমলে 'দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার' দাবিতে আজ একদিনের অনশন পালন করবেন।