IND vs PAK: রিজার্ভ ডে-তেও নামল বৃষ্টি!

গতকাল একবার বৃষ্টি আরম্ভ হয়ে শেষ হবার পর ম্যাচ শুরু হওয়ার আশা দেখা দিলেও আবার করে বৃষ্টি নামে। তার ফলে কালকের মতো থামিয়ে দিতে হয় ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। আজ আবার শুরু বৃষ্টি।

author-image
Anusmita Bhattacharya
New Update
matchcolombo

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মুহূর্তের মধ্যে বদলে গেল কলম্বোর আবহাওয়া। ঝকঝকে নীল আকাশ মুহূর্তে ঢেকে গেল কালো মেঘে। কিছুক্ষণ আগে আবার ঝেঁপে নামে বৃষ্টি। স্বাভাবিকভাবেই ম্যাচ যথা সময়ে শুরু হওয়া নিয়ে আবার দেখা দিল সংশয়। যদিও মাঠ ঢেকে দেওয়া হয়েছে তড়িঘড়ি। কিন্তু প্রশ্ন উঠছে আজ আবার খেলা পণ্ড হবে না তো? কারণ গতকাল একবার বৃষ্টি থামার পর মাঠ শুকোনোর তোড়জোড়ের মধ্যেই আবার নামে বৃষ্টি যা কার্যত স্থগিত করে দেয় ম্যাচ।  

rectify impact.jpg