New Update
/anm-bengali/media/media_files/vMjQHXlEJULPGLESWPWp.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মুহূর্তের মধ্যে বদলে গেল কলম্বোর আবহাওয়া। ঝকঝকে নীল আকাশ মুহূর্তে ঢেকে গেল কালো মেঘে। কিছুক্ষণ আগে আবার ঝেঁপে নামে বৃষ্টি। স্বাভাবিকভাবেই ম্যাচ যথা সময়ে শুরু হওয়া নিয়ে আবার দেখা দিল সংশয়। যদিও মাঠ ঢেকে দেওয়া হয়েছে তড়িঘড়ি। কিন্তু প্রশ্ন উঠছে আজ আবার খেলা পণ্ড হবে না তো? কারণ গতকাল একবার বৃষ্টি থামার পর মাঠ শুকোনোর তোড়জোড়ের মধ্যেই আবার নামে বৃষ্টি যা কার্যত স্থগিত করে দেয় ম্যাচ।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us