/anm-bengali/media/media_files/pVBD8QhIuArvXkaB8xFY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তীব্র দাবদাহের পর মিলল স্বস্তি। মঙ্গলবার বিকেল হতেই কলকাতায় শুরু হল ঝড় বৃষ্টি। কলকাতায় ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড় হয় এদিন। তিন মিনিট ধরে এই গতিবেগ ছিল ঝড়ের। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ দিন কলকাতায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।