বিমানবন্দরে ভয়াবহ বিক্ষোভ !

আচমকাই রাশিয়ার বিমানবন্দরে চলছে বিক্ষোভ । এই বিক্ষোভের জেরে শুরু হয়েছে উত্তেজনা ।

author-image
আপডেট করা হয়েছে
New Update
russia air

নিজস্ব সংবাদদাতাঃ  ইউক্রেন সংঘাতের মাঝেই রাশিয়ায় শুরু হয়েছে বিক্ষোভ।   রাশিয়ার সাথে   বিমান চলাচলের জেরে জর্জিয়ায় শুরু হয়  বিক্ষোভ।  এই বিক্ষোভের জেরে রাশিয়ায় বেশ কয়েকটি বিমান বাতিল হয়েছে।  আচমকাই এই বিমান বাতিল জেরে বেশ অসুবিধায় পড়েছে যাত্রীরা।  তবে কি কারণে এই বিক্ষোভ তা এখনও পর্যন্ত জানা যায়নি।  বিমান বন্দরে এই বিক্ষোভের জেরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।