/anm-bengali/media/media_files/xzrp4orPGQ9T9Fj6Zzcq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ ১০ মে সকাল থেকে কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে ভোট গ্রহণ (Karnataka Assembly Elections 2023) শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা আজ কার্যত চোখে পড়ার মতো। একেবারে সম্মুখসমরে রয়েছে কংগ্রেস-বিজেপি-জেডিএস। এদিকে এই দক্ষিণী রাজ্যে ১৫০টি আসনে জিতে ক্ষমতায় আসছে দল, এমনই আওয়াজ উঠেছে কংগ্রেস (Congress) শিবিরের তরফে। আর এই জল্পনায় কার্যত শিলমোহর দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। তিনি আজ বুধবার এক টুইট বার্তায় বলেন, 'বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে আমি কর্ণাটকের আমার সমস্ত ভাই-বোনদের অনুরোধ করছি যে তারা যেন পরিবর্তনের পক্ষে ভোট দেয়। এখন সময় এসেছে একটি শক্তিশালী, উন্নয়নমুখী এবং সক্ষম সরকার আনার, যারা আপনার জীবনকে আরও উন্নত করার জন্য নিরলসভাবে কাজ করবে। কংগ্রেস ১৫০টি আসনে জিতছে।'
As the polling for the assembly elections begins, I urge all my sisters and brothers in Karnataka to go out there and vote for change.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 10, 2023
It’s time to bring in a strong, development oriented and capable government that works tirelessly to make your lives better.…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us