New Update
/anm-bengali/media/media_files/TBSM6qHfuMcgpc3KkLca.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান। অবশেষে পাপুয়ানিউগিনিতে (Papua New Guinea) পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে বিমানবন্দরে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। পাপুয়া নিউ গিনিরপ্রধানমন্ত্রীজেমসমারাপেপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদীরপায়ে হাত দিয়ে নমস্কার করেছেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, মোদী বিমান থেকে নামতেই তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নিতে চাইছেন জেমস মারোপে। যদিও তাঁকে বাধা দিয়ে নিজের বুকে টেনে নেন প্রধানমন্ত্রী মোদী।
#WATCH | Prime Minister of Papua New Guinea James Marape seeks blessings of Prime Minister Narendra Modi upon latter's arrival in Papua New Guinea. pic.twitter.com/gteYoE9QOm
— ANI (@ANI) May 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us