Job: হাজার হাজার চাকরি প্রার্থীর মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার হাজার হাজার চাকরি প্রার্থীর মুখে হাসি ফোটালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি মঙ্গলবার 'রোজগার মেলা' অনুষ্ঠানে ৭১,০০০ যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন।

author-image
SWETA MITRA
New Update
modi job.jpg


নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার হাজার হাজার চাকরি প্রার্থীর (Job) মুখে হাসি ফোটালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি মঙ্গলবার 'রোজগার মেলা' অনুষ্ঠানে ৭১,০০০ যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী সরকারি দপ্তরে নিযুক্ত যুবকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে বলেন, 'আপনাদের কঠোর পরিশ্রমের ফলেই আপনারা সবাই এই নিয়োগপত্র পেয়েছেন। বিগত ৯ বছরে ভারত সরকার সরকারি নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। এটিকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করার উপর জোর দেওয়া হয়েছে। সবকা সাথ, সবকা বিকাশ' মন্ত্র নিয়ে ভারত এগিয়ে চলেছে। গত ৯ বছরে অনেক নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। গ্রামে খোলা পাঁচ লক্ষ কমন সার্ভিস সেন্টার আজ কর্মসংস্থানের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে। ভারতে যে গতি এবং স্কেলে কাজ করা হচ্ছে তা নজিরবিহীন। দেশে বড় পরিসরে মহাসড়ক নির্মাণ করা হয়েছে।' দেখুন ভিডিও...