নিজস্ব সংবাদদাতা: তিন দিনের সফরে বৃহস্পতিবার আসামের (Assam) গোলাঘাট জেলায় পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া গোলাঘাটের বোকাখাটের জেনারেল ফিল্ড হেলিপ্যাডে রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানান। আসামের মুখ্যমন্ত্রী লেখেন, 'আসামে আপনাকে স্বাগতম। আপনার মহান উপস্থিতি ও আশীর্বাদ পেয়ে আমরা সম্মানিত বোধ করছি।' উল্লেখ্য, তিন দিনের সফরে এসে রাষ্ট্রপতি শুক্রবার কাজিরাঙ্গা গজ উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।