টানা ১বছর পর নিজ জেলায় গেলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ার ঠিক ১ বছর পর উড়িষ্যার ময়ূরভঞ্জে সফরে গেলেন দ্রৌপদী মুর্মু । টানা ৩দিন তিনি উড়িষ্যায় থাকবেন বলে জানা গেছে ।

author-image
New Update
droupodi

নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার তাঁর নিজের জেলা ময়ূরভঞ্জে তিন দিনের সফর শুরু করেছেন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার প্রায় এক বছর পরে  তিনি আবার ফিরলেন নিজ জেলায়।  ইতিমধ্যেই রাষ্ট্রপতি  রায়রংপুরের বাদামপাহাড়ে জনগণকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।  উল্লেখ্য, রাষ্ট্রপতি নিজ গ্রামে ফিরে প্রায় ২ কিলোমিটার পথ পায়ে হেঁটে সাধারণ জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন।  

ad.jpg