Cyclone Mocha : ভিজতে পারে কয়েকটি জেলা

উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি রয়েছে নিষেধাজ্ঞা। দুই ২৪ পরগনা ও নদিয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতে ভিজতে পারে মুর্শিদাবাদ।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
bristi.

বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় মোচার প্রভাবে বাংলাদেশে বইছে ঝোড়ো হাওয়া। বাড়ছে দাপট। এদিকে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকাল থেকেই আকাশ মেঘলা। রোদের দেখা মিললেও তার তেজ কম। বইছে ঝোড়ো হাওয়া। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই জানা গিয়েছিল। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া। উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি রয়েছে নিষেধাজ্ঞা। দুই ২৪ পরগনা ও নদিয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতে ভিজতে পারে মুর্শিদাবাদ। আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।