সাবধান ! জারি হল লাল সতর্কতা

মেক্সিকোয় জেগে উঠেছে পোক্যাটেপেটাল আগ্নেয়গিরি।  এই অগ্ন্যুৎপাতের জেরে জারি হয়েছে সতর্কতা ।

author-image
Srijita
24 May 2023
সাবধান ! জারি হল লাল সতর্কতা

নিজস্ব সংবাদদাতাঃ জেগে উঠেছে মেক্সিকোর পোপোক্যাটেপেটাল আগ্নেয়গিরি।  ইতিমধ্যেই শুরু হয়েছে ভয়াবহ অগ্ন্যুৎপাত।  এই ঘটনার জেরে আগ্নেয়গিরির কাছে আশ্রয়কেন্দ্র খুলল মেক্সিকো প্রশাসন।  এই অগ্ন্যুৎপাতের জেরে  জারি হয়েছে লাল সতর্কতা।  জানা গেছে , ১৯৯৪ সালের পর ফের জেগে উঠেছে  পোক্যাটেপেটাল আগ্নেয়গিরি।  মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর বলেন, সরকার পোক্যাটেপেটলের ওপর 'দিন-রাত' নজর রাখছে। তবে এই অগ্ন্যুৎপাতের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।