/anm-bengali/media/media_files/JKL0GaL6yXcqAo8WCRgx.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের অসুস্থ পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিস জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই শুক্রবার তিনি কাউকে স্বাগত জানাননি। তবে পোপের বর্তমান শারীরিক অবস্থা কেমন তা এখনও পর্যন্ত ভ্যাটিকানের তরফ থেকে জানানো হয়নি। উল্লেখ্য , আচমকাই পোপের অসুস্থতার জেরে বেশ চিন্তায় পড়েছে দেশবাসী।